সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পিরা

মধুখালীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পিরা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৪ অক্টোবর বুধবার ঃ- সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীও শারদীয় দূর্গোৎসব। তাই শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা। দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে প্রতিমা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য্য মাটি, খড় এবং শুতলি সাহায্যে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা, এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে একেক রকম ডিজাইনের প্রতিমা।ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরি নিচ্ছেন মৃৎশিল্পীরা। ১৪অক্টোবর মহালয়া এবং ২০অক্টোবর মহাষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। ২৪অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। এবছর দেবী দূর্গার আগমন ঘোটকে এবং কৈলাসে গমন করবেন ঘোটকেই। প্রতিমা নির্মাণ মৃৎশিল্পীরা জানান দূর্গাপূজার একমাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরুকরে দিনরাত কাজ করছি। পূজার আগেই সব কাজ শেষ হবে বলে আশাকরি। উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় জানান,গত বছর উপজেলার ১পৌরসভাসহ ১১টি ইউনিয়নে পূজা হয়েছিল ১শ ৫৫ টি মন্ডবে এবার ১শ ৬১ টি এবার ৫ টি মন্ডব বেড়েছে। পৌর সভা ১২,কামালদিয়া ইউনিয়ন -৫,গাজনা ইউনিয়ন-১৬,বাগাট ইউনিয়ন-১৩,কামারখালী ইউনিয়ন-১৩, আড়পাড়া ইউনিয়ন-৭, মেগচামী ইউনিয়ন-২৬, নওপাড়া ইউনিয়ন-১৭,রায়পুর ইউনিয়ন-১৫,ডুমাইন ইউনিয়ন-১৩,কোরকদি ইউনিয়ন-১২ও জাহাপুর ইউনিয়ন-৮টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের মোবাইলে দূর্গাপূজার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশনা আছে প্রতিটা মন্ডবে সিসি ক্যামেরার আওতায় থাকবে। অপ্রতিকর ঘটনা এড়াতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্যদের নেতৃত্বে প্রতিটা মন্ডবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS