বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভাত খেয়ে পুকুরে হাত ধুতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু 

ভাত খেয়ে পুকুরে হাত ধুতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকায় এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মালিকুল শেফায়েত তৌকি (৮)। সে শেখেরকিল্লাহ ঘোনা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০ টার দিকে বসতঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পুকুরে যায়। সেখানে পড়ে গিয়ে ডুবে যায় সে।
তৌহিদুল বলেন, ঘণ্টা খানেক পর মালিকুলকে খুঁজতে শুরু করি। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS