বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছে।

নিহত চালক ইয়াছিন মিয়া (১৭) উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

বুধবার (২৪ মে)  ভোরের দিকে কলমাকান্দার  নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ী থেকে ভোরে লরি নিয়ে বের হন । হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায়  ইয়াছিন মিয়া নামে লরি চালকের মরদেহ উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা শেষে নিহতের মরদেহ  পরিরবারের নিকট হস্তান্তর করা হবে ।

৯২ বার ভিউ হয়েছে
0Shares