শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রাণীশংকৈলে সবোর্চ্চ করদাতাদের ক্রেষ্ট প্রদান

রাণীশংকৈলে সবোর্চ্চ করদাতাদের ক্রেষ্ট প্রদান

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে ভূমিসপ্তাহের অনুষ্ঠানে সবোর্চ্চ করদাতাদের মধ্যে ৫ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সারা দেশের ন্যায় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২২ মে সোমবার থেকে রোববার পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ চলবে।
সবোর্চ্চ করদাতাদের ক্রেষ্ট প্রাপ্তরা হলেন উপজেলার নেকমরদ রাতোর ইউনিয়ন ভূমি অফিস থেকে আলহাজ্ব আবুল হোসেন , হোসেনগাঁও নন্দুয়ার ইউনিয়ন ভূমি অফিস থেকে আহম্মদ হোসেন বিপ্লব, বাচোর ইউনিয়ন ভূমি অফিস থেকে আলহাজ্ব আজিজুল ইসলাম, লেহেম্বা ইউনিয়ন ভূমি অফিস থেকে মোতাল্লেব আলী, ধর্মগর কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে মোরতুজা হোসেন।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাশনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগেরে যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারি কমিমনার (ভূমি)ইন্দ্রজিত সাহা ।
উল্লেখ্য ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমিসেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে।

৭২ বার ভিউ হয়েছে
0Shares