শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীতে বৈধ জাল বিতরণ

জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীতে বৈধ জাল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৈধ জাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি । সোমবার বেলা ১১টায় দশমিনা উপজেলার ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকায় ২৬টি গ্রæপে ৭৮জন জেলেদের মাঝে এ জাল বিতরন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাফিসা নাজ নীরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুরনাহার খান ডলি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, জেলা পরিষদ সদস্য গাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাঈম বশিরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সুফলভোগীরা উপস্থিত ছিলেন।###

২৮ বার ভিউ হয়েছে
0Shares