মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় দশমিনা সিনিয়র জুডিশিাল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। পরে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন-সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিক। এছাড়া আরও বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার, আইনজীবি কল্যান সমিতির সভাপতি এ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক এ্যাডভোকেট উত্তম কুমার কর্মকারসহ অন্যান্যরা।
বক্তব্যে বক্তরা বলেন-দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লিগ্যাল এইড ‘জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS