বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলা মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা-আইসিটি) শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  এ্যাড. সৈয়দ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির রহমান মনির, জৈনকাঠীর চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মহসীন, লাউকাঠীর চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চু, ইটবাড়িয়ার মোজাম্মেল হোসেন, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান সালমা জাহান, বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর, মরিচবুনিয়ার মাসুম মৃধাসহ অন্যান্য ইউপি’র চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী খেলায় কমলাপুর ইউনিয়ন ১ – ০ গোলে জৈনকাঠী ইউনিয় দলকে পরাজিত করে। প্রথম রাউন্ডে ৫ টি ইউনিয়ন দল অংশগ্রহন করে। এ টুর্ণামেন্টে ১৪ টি ইউনিয়ন ও পটুয়াখালী পৌরসভা দল অংশগ্রহন করবে বলে টুর্ণামেন্টের আহবায়ক বদরুল আমিন খান জানান।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS