বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আক্কেলপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ : জয়পুরহাটের আক্কেলপুরে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন।

সোমবার দুপুরে ‘স্মার্ট ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ থেকে ২৮ মে পর্যন্ত সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ গণ্যমাধ্যম কর্মীরা।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares