মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে চেয়ারম্যান সহ ১৩প্রার্থীর মনোনয়ন দাখিল

পটুয়াখালীতে চেয়ারম্যান সহ ১৩প্রার্থীর মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানান যায়, মনোনয়নপত্র বাছাই ২৩এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৭থেকে ৩০এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০এপ্রিল। প্রতীক বরাদ্দ ২মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১মে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আবদুল আজিজ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শওকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বশির, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সালে উদ্দিন সিকদার, মাকসুদুর রহমান ও এনায়েতুর রহমান।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সভাপতি নাসির উদ্দীন পালোয়ান, সাবেক সেচ্ছাসেবক লীগের আহবায়ক তমিজ উদ্দিন তমান জোসাদ্দার ও  দশমিনা সদর ইউনিয়নের যুব লীগের সভাপতি  মোফাজ্জেল হোসেন।
ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুরনাহার খান ডলি ও উপজেলা মহিলা লীগ নেতৃ কাজী মনিরা বেগম।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। সব প্রার্থী নির্বাচনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়নপত্র অনলাইনে দাখিল শেষে হার্ড কপি জমা দিয়েছেন। সকল প্রার্থীকে নিজ নিজ জায়গায় থেকে নির্বাচনী আচরণবিধি রক্ষা অনুরোধ জানান তিনি। তবে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৬৩৪৯জন। যার মধ্যে পুরুষ ৫৮৮০১, মহিলা ৫৭৫৪৭ ও তৃতীয় লিঙ্গ-১জন।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS