মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কলেজ এমপিভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া মাহফিল

কলেজ এমপিভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া মাহফিল

রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজ এমপিভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাত্রাই মডেল কলেজ পরিবার।

এ উপলক্ষ্যে শনিবার বিকেলে মাত্রাই মডেল কলেজ চত্বরে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাত্রাই মডেল কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক। এ সময় আরও বক্তব্য দেন শিরট্টি কলেজের অধ্যক্ষ মো. শাহজান আলী, মাত্রাই উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. রকিবুল ইসলাম, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হান্নান মন্ডল, মাত্রাই মডেল কলেজেল প্রভাষক ও মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো, আব্দুল কাদের মুকুল প্রমুখ।

জানাযায়, কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হলেও পাঠদানের অনুমতি পায় ২০০৫ সালে। শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক। অনেক চড়াই উৎরাই পেড়িয়ে উচ্চ আদালতের মাধ্যমে ২০০৫ সালে পাঠদানের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে কলেজটি। যার একাডেমিক স্বীকৃতি মেলে ২০১০ সালের ১৩ মে। অবশেষে কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি প্রতষ্ঠার দুই যুগ পরে ২০২৩ সালের ১৭ অক্টোবর দেশের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে এমপিওভুক্ত হয় মাত্রাই মডেল কলেজ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাত্রাই মডেল কলেজ পরিবারের উদ্যোগে এ আয়োজন করেন।

আলোচনা সভা শেষে আগামী ৪ মে অনুষ্ঠিতব্য কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শওকত হাবিব তালুকদার লজিক তার সহধর্মিণী মিসেস সাবিনা হাবিব তালুকদারের নাম ঘোষণা দিয়ে উপস্থিত জনগণের কাছে দোয়া, ও সার্বিক সহযোগীতা চান।

এসময় বক্তারা বলেন, কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি চালাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলাম। শ্রমের পাশাপাশি প্রতি বছর শিক্ষকদের অনুদান দিয়ে চলেছি প্রতিষ্ঠানটি। মাত্রাই মডেল কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হলেও প্রশাসনিক জটিলতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক রোষানলে পড়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্তমান কলেজটি এমপিওভুক্ত হওয়ার ফলে উপকৃত হলো এলাকার শিক্ষার্থীরা। তাই আমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS