শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে ডেইরি খামারীদের মাঠ দিবস

আক্কেলপুরে ডেইরি খামারীদের মাঠ দিবস

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ ২৫ জুন/২০২৩ ইং :; জয়পুরহাটের আক্কেলপুরে ডেইরি খামরীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এলডিডিপি এর সহযোগিতায় রবিবার চকবিলা ডেইরি পিজি ও নন পিজির (প্রডিউসার গ্রæপ) ৫০ জন খামারিদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে দুগ্ধজাত পণ্য দুধ থেকে ছানা, ঘি, পনির, মাখন তৈরির প্রযুক্তি হাতে কলমে শেখানো হয় এবং ডেইরি খামার পরিদর্শন করা হয়। এসময় সরাসরি মাঠে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা তহুরা ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তা, মাঠকর্মী ও স্থানীয় খামারীরা উপস্থিত ছিলেন।

৬৫ বার ভিউ হয়েছে
0Shares