মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

শাহজাদপুরে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) পপ্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে শুক্রবার বিকালে পোরজনা মহিলা আওয়ামী লীগের উদ্দ্যগে মতবিনিময় সভা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের মাননীয় এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম।
মতবিনিময় শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপির ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়।
পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক ফারুক সরকার, উপজেলা আওয়ামী লীগের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, সদস্য মোঃ শামসুল আলম, মো: বেলাল প্রামাণিক, পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকাশী পারভীন, কৃষক লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, সহ সভাপতি ফারুক হাসান কাহার, যুগ্ম সাধারণ সম্পাদক নেসারুল হক , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির প্রতীক সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
৪৪ বার ভিউ হয়েছে
0Shares