
বাঘায় জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : জাতীয় ভোটার দিবস ২মার্চ-২০২৫ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো উদ্যাপন উপলক্ষে বাঘায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় বাঘা উপজেলা নির্বাচন অফিসের সামনে জাতীয় ভোটার দিবস রোববার ২ মার্চ-২০২৫ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।
এর পর ভোটাদের নিয়ে একটি র্যালী বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। আলোচনা সভায় মনসুর আলী উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসারের পারিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহ-কারী কমিশনার (ভ’মি) সাবিহা সুলতান ডলি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অ.ফ.ম. হাসান, সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘা উপজেলা শাখা আব্দুল আল-মামুন, প্রভাষক শাহদোলা সরকারী কলেজ আব্দুল হানিফ মিঞা, আহবায়ক বাঘা প্রেসক্লাব আব্দুল লতিফ মিঞা, সহকারী প্রধান শিক্ষক রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় পরিমল চন্দ্র প্রমুখ।