বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বালুয়া- বিশুবাড়ী এলাকায় জায়েদ আলীর ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী কাজীপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানান সাইফুল বালুয়া বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ী ফেরার সময় জাহিদুলের ইটভাটার সামনে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা মোটারসাইকেল তাকে ধাক্কা দিলে সেগুরুতর আহত হয়। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন দুর্ঘটনার ব্যাপারে থানায় কোন তথ্য নেই।

৩১ বার ভিউ হয়েছে
0Shares