শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হাতীবান্ধায় শিক্ষা প্রতিষ্টানের স্বাদে দিবা রাত্রি উরাচ্ছে বিদেশি পতাকাদেখার কেউ নেই

হাতীবান্ধায় শিক্ষা প্রতিষ্টানের স্বাদে দিবা রাত্রি উরাচ্ছে বিদেশি পতাকাদেখার কেউ নেই

লালমনিরহাট প্রতিনিধি।  শিক্ষা দেশ ও জাতির মেরুদন্ড,আর শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সাধন করা সম্ভব নয়।এই লক্ষ অর্জনে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতার ডাক।আর সেই ডাকে বাঙ্গালী জাতি সাড়া দিয়ে ১৯৭১ ইং সালে ৯ মাসের রক্ত ক্ষয়ী মুক্তি যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের এবং ৩ লক্ষ মা বোনের সম্ভ্রম হানীর বিনিময়ে স্বাধীন করেছিল এই সোনার বাংলাদেশ।  সিনিয়ে এনেছে একটি লাল সবুজের পতাকা,। আজ সেই স্বাধীন সোনার বাংলাদেশের সকল মান মর্যাদা বিলিয়ে দিয়ে একটি সম্মানী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগরের জন্ম হয়,সেই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় তালা স্বাদের উপরে উরানো হচ্ছে  বিদেশী(ব্রাজিলের) পতাকা। প্রতিয়মান হচ্ছে যে একটি স্বাধীন দেশে এক শ্রেনীর স্বাধীনতা বিরোধীরা এভাবে পতাকা উরিয়ে আজও  বিদেশীদের গোলামি করেই যাচ্ছে। যাহা অত্যান্ত দুঃক্ষ জনক হলেও যেন দেখার কেউ নেই।দৃশ্যটি গত সোমবার ক্যামেরা বন্দি করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী( দিঘীর হাট) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের  স্বাদে উড়ানো একটি ব্রাজিলের পতাকার। যাহা দিনের পর মাস এবং বছর জুড়ে দিবা রাত্রী বিরতিহীন উরাচ্ছে ।দেখার কেউ নেই।বিষয়টি মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়, শিক্ষা মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ঠ জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি।
৪১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS