মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
তীব্র তাপদাহের মধ্য আাশুগঞ্জ দীর্ঘ সময় জুড়ে লোডশেডিং বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না

তীব্র তাপদাহের মধ্য আাশুগঞ্জ দীর্ঘ সময় জুড়ে লোডশেডিং বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না

মোঃ ফারুক মিয়া আশুগঞ্জ প্রতিনিধি : তীব্র তাপদাহের মধ্য আাশুগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন আাশুগঞ্জ বাজার ফিডার এলাকার আরো কয়েক টি এলাকায় দীর্ঘ সময় জুড়ে লোডশেডিং করা হচ্ছে। ফলে বন্দ ও শিল্প নগরি আাশুগঞ্জ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একদিনে যেমন গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না, নাম প্রকাশ না করার শর্তে একজন চাতাল ডায়ার কলের মালিক আশুগঞ্জে এক শীর্ষ ব্যবসায়ী বলেন, প্রতিদিন যদি ১ ঘন্টায় করে বিদ্যুৎ যায় তবে একটি কারখানায় মাসে ৩০ ঘণ্টা কাজ বন্ধ থাকে। কারণে একবার বিদ্যুৎ বিভ্রাট ঘটলে ওই কারখানা চালু করতে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম।তেমনি কল কারখানার উৎপাদনে ঘার্টতি হছে ,ফসলের ক্ষেতে ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রতিদিন কয়েক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এমনকি নামাজের সময়েও বিদ্যুৎ থাকে না। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এদিকে রোদে মাটি ফেটে যাচ্ছে, ক্ষেতে ঠিক মতো পানি দিতে পারছেনা। অনেকের ধান,নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারে না, গভীর রাতে বিদ্যুৎ চলে যায়, গরমে ঘরে কেউ ঘুমাতেও পারে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশুগঞ্জ উপজেলার আবাসিক সহকারি প্রকৌশলী আবু জাফর (ভারপ্রাপ্ত) জানান, সারাদেশেই লোডশেডিং হচ্ছে। আশা করছি, কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েযাবে। মূলত অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, তাই লোডশেডিং হচ্ছে। আাশুগঞ্জ ফিডার এলাকার বিদ্যুৎ বিভ্রাট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সূ-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

২৪৫ বার ভিউ হয়েছে
0Shares