মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আশুগঞ্জ ২১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কার্গো টার্মিনাল বাস্তবায়নের প্রকল্প

আশুগঞ্জ ২১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কার্গো টার্মিনাল বাস্তবায়নের প্রকল্প

মোঃ ফারুক মিয়া আশুগঞ্জ প্রতিনিধি :; ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরের কার্গো টার্মিনালসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রস্তাবিত ভুমি এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তুফা। গতকাল শনিবার দুপুরে তিনি আশুগঞ্জের প্রস্তবিত উক্ত এলাকা পরিদর্শন করেন। বিআইডব্লিউটিএ‘র সুত্র জানায়, আশুগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়ন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ-আঞ্চলিক নৌপরিবহন গতিশীল করতে বিআইডব্লিউটিএ‘র তত্ত্বাবধনে ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ২১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কার্গো টার্মিনাল বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছে নৌমন্ত্রণালয়। জানা গেছে, এ প্রকল্পের আওতায় আশুগঞ্জ নৌবন্দরে একটি আরসিসি জেটি, নদীর তীর রক্ষায় অবকাঠামো নির্মাণ, দুটি স্টিল জেটি, পার্কিং ইয়ার্ড, ওয়্যার হাউজ, পেটি রোড, আরসিসি র‌্যাম ও টার্মিনাল পন্টুনহ প্রয়োজনীয় অন্য অবকাঠামো নির্মিত হবে। সব কিছু ঠিক থাকলে আগামী অর্থবছর থেকে অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হবে। নৌবন্দর পরিদর্শনেরসময় তার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ‘র যুগ্ম সচিব ও সদস্য (অর্থ) মোঃ সেলিম ফকির এনডিসি, পরিচালক (বন্দর) মোঃ সাইফুল ইসলাম, পরিচালক(নৌপথ) মোঃ শাহজাহান, উপ-পরিচালক (বন্দর) মোঃ রেজাউল করিম, উপ-পরিচালক নৌপথ মোঃ জসিম উদ্দিন।

১৯৩ বার ভিউ হয়েছে
0Shares