শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদ উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, নিহত ১ 

ঈদ উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, নিহত ১ 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: ঈদ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তিন বন্ধু। এতে ঘটনাস্থলে তাদের একজন  মো. আরিফ মিয়া (২০) নিহত হয়েছে। অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে জেলার নেত্রকোনা টু  কলমাকান্দা প্রধান সড়কের উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে নয়ন দর্জি এর দোকান ঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি)  আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত আরিফ মিয়া (২০) মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামের বাসিন্দা।  আহতরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরের সালমান (২০) ও তুষার মিয়া ওরফে  জোবায়ের আনসারি (১৬)।
নিহত আরিফ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে তিন যুবক মোটরসাইকেল করে কলমাকান্দা আসছিলেন। পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে বেপরোয়া গতিতে মোটরসাইকলটি  আসা মাত্রই উল্টোদিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেলে থাকা আরিফসহ তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল আহত আরিফ ও সালমানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে  রেফার্ড করেন। আর আহত তুষারকে প্রাথমিক চিকিৎসা  শেষে ভর্তি দেন।
পরে আরিফ ও সালমানকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরাকোনা নামক স্থানে অবস্থা আরো অবনতি হলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  আরিফকে  মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার  অফিসার ইনচার্জ (ওসি)  আবুল কালাম ( পিপিএম)  এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫৮ বার ভিউ হয়েছে
0Shares