শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ইয়াবাহ মাদক কারবারী গ্রেফতার

সেনবাগে ইয়াবাহ মাদক কারবারী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ এক অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজ মিয়া(২৯) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সিরাজ মিয়া সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির পশ্চিম লালপুর গ্রামের আবদুল খলিফা বাড়ির আবদুল গফুরের ছেলে। সোমবার ভোরে সেনবাগ থানার এসআই সনৎ বড়–য়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অফিযান চালিয়ে শায়েস্তারনগর গ্রামের হাজ্বী আনা মিয়া জামে মসজিদের পাশ থেকে মাদক কারবারী সিরাজ মিয়াকে গ্রেফতার করে।এসময় তার দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবা ট্যালটে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে সোমবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares