শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কবিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

কবিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

 মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কবিরহাট উপেজেলা কবিরহাট বসুরহাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ সফি উল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে ।নিহত মো.শফিউল্যাহ (৬৫) উপজেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা পিকআপটি আটক করলেো চালক পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভ্যানে সফি উল্লাহকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এসময় স্থানীয়রা বৃদ্ধ শফি উল্যাহাে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃরফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।   স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিড়ি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS