শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কাছে ট্রফি হস্তান্তর

বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কাছে ট্রফি হস্তান্তর

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিভিন্ন জেলা ও উপজেলায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রতিযোগীতা অংশ গ্রহণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সংস্থার খেলোয়াড়বৃন্দ। উক্ত খেলায় অর্জনকৃত বিজয়ী ট্রফি আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া সংস্থার কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াছিন আলীর হাতে আনুষ্ঠানিক ভাবে ট্রফি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ মীর কাসেম লালু, বিশিষ্ঠ ধারা ভাষ্যকার তইফুল ইসলাম তপু,আখি অডিও ভিডিও সেন্টারের পরিচালক মো. শরিফ ইসলাম,কৃতি ফুটবলার বেলাল হোসেন, মোঃ আলম, মোঃ শামিম হোসেন, মোঃ মিঠু, জনি ইসলাম,সোহেল রহামন প্রমুখ।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS