মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক

বিরামপুরে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক

নিজস্ব সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার রাত্রী ও রবিবার (১২নভেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বিরামপুর পৌরশহরের পূর্বপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৮), হাবিবপুর এলাকার মঞ্জুরুল ইসলাম (৪৪), ইসলামপাড়া এলাকার আকরাম আলী (৫০), জগদিসপুর এলাকার আব্দুল লতিফ (৫৫), ঈদগাহ আবাসিক এলাকার আনারুল ইসলাম (৩৮), দিওড় দক্ষিণ পাড়া এলাকার মামুনুর রশিদ বাবু (৪০), একইর বাজার ময়নুদ্দীন সরকার (৬৮),তকিপুর এলাকার নূরে আলম (৪২), একই এলাকার মোকছেদ আলী (৪২)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘নাশকতা পরিকল্পনা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS