শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভোলায় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভোলা প্রতিনিধিঃ ভোলায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের পর থেকেই মানুষের ঢল নামে ভোলা স্মৃতিসৌধে। আজ (২৬ মার্চ) রবিবার ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রানৈতিকদলসহ বিভিন্ন অফিস, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের শ্রদ্ধায় সিক্ত হয় বীর শহীদরা।

জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আজ আমরা গর্বীত যে সব সন্তানদের জন্য জন্মস্থানে বসবাস করছি। তাদের জন্য প্রান ভরে দোয়া করি। জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুর আলম বলেন,একটি ভুখন্ডের জন্য যাদের হারিয়েছি তাদের জন্য দোয়া, শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমবেদনা জানাই। পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, যাদের জন্য আমরা ধন্য তাদের প্রতি দোয়া ও শ্রদ্ধা রইল। ভোলা-২, আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩, আসনের সংসদ সদস্য নুরুনবী চৌধুরী শাওন এমপি ও ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আমরা যে সব মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য একটি স্বাধীন মাতৃভুমি পেয়েছি তাদের জন্য দোয়া, শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি মরন পর্যন্ত সমবেদনা থাকবে। পরে জেলা প্রশাসন ও পুলিশ পুশাসন তাদের হল রুমে, জেলা আওয়ামীলীগ বাংলাস্কুল মাঠে ভাসানী মঞ্চে ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মুনাজাত করেন।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares