শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
স্বাধীনতা ও জাতীয় দিবসে পার্বতীপুরে মহান চার শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা ও জাতীয় দিবসে পার্বতীপুরে মহান চার শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার বেলা ১ টায় সংবর্ধনা সভায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমাদুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলার চার শতাধিক বীরমুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ ওহাব সরকার, বীরমুক্তিযোদ্ধা মো: লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন ও রুকশানা বারি রুকু প্রমুখ।

৫০ বার ভিউ হয়েছে
0Shares