সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং

পানছড়িতে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ২৫ মার্চ ২০২৩  : নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম শুরু করেছে পানছড়ি উপজেলা প্রশাসন। ২৫ মার্চ (শনিবার) দুপুর ১২টা থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের নেতৃত্বে পানছড়ি বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো এবং অতিরিক্ত দামে পন্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়। ক্রেতাদের মুখে হাসি ফোটাতে মনিটরিং দলটি চষে বেড়ায় পুরো বাজার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দর-দামের খোঁজ-খবর নিয়ে মুরগী বাজারের কয়েক দোকানীকে সতর্ক করে দেন। মাছ বাজারে রাক্ষুসে মাগুর বিক্রির অপরাধে এক দোকানীকে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ।
৪৫ বার ভিউ হয়েছে
0Shares