শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় (২৫ মার্চ) গণহত্যা দিবস পালিত হয়েছে। রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে গতকাল শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিদেক কলেজ শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহিদদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দো’আ মাহফিল পরিচালনার মধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান। অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ। এদিকে,জেলার বাঘায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু প্রমুখ। অপরদিকে,রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। তনি আলোচনা করেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত সর্ম্পকে। কেন কালো রাত হলো এবং কী হয়েছিল ওই রাতে সে বিষয়ে ইতিহাস তুলে ধরেন তিনি।

২৪ বার ভিউ হয়েছে
0Shares