শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
৩৫টি পরিবারের মুখে ফুটলো হাসি : ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো আক্কেলপুর

৩৫টি পরিবারের মুখে ফুটলো হাসি : ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো আক্কেলপুর

মওদুদ আহম্মেদ,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ৩৫ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর ও উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ৪র্থ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঘর পাওয়া প্রত্যেকের চোখে-মুখে ফুটে ওঠেছে হাসির ছাপ, নতুন ঘর পাওয়ার এক নব আনন্দ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার(ভূমি) ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

নতুন ঘর পাওয়া তহুরা বেগম বলেন,‘আগে অন্যের জায়গায় বেড়ার ঘর করে থাকতাম। এখন আমার নিজের ঘর হয়েছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন তার বাপের মতো দেশের মানুষের জন্য আরো ভালো কাজ করতে পারে’।

এখন পর্যন্ত এই উপজেলায় ৪টি পর্যায়ে মোট ১৮২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এসকল ঘর হস্তান্তর করা হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS