মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের উত্তর পার্শ্বে মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের কাছে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে পার্ববতীপুর থেকে আসা ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে রেল স্টেশনে ও শান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেয়। তার পরণে জিন্স প্যান্ট এবং স্ক্যান সিমেন্ট কম্পানি কর্তৃক প্রদেয় নীল রংয়ের গেঞ্জি ছিল।

এ বিষয়ে আক্কেলপুর রেল ষ্টেশনের দায়িত্বরত মাষ্টার হাসিবুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ঈদ স্পেশাল ট্রেনে হয়ত ব্যক্তিটি কাটা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটির যাত্রাবিরতী আক্কেলপুরে নেই। বিকাল ৫টা ৪৭ মিনিটে আক্কেলপুর স্টেশনে থ্রু পাস করে ট্রেনটি। আউটার সিগনালের উত্তর পার্শ্বে ওই যুবক কাটা পরেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি’।

আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন রেল গেইটের দায়িত্বরত গেইট ম্যান রূপা আক্তার বলেন, ‘শুক্রবার বিকালে ওই যুবক আউটার সিগনালের কাছে রেল ব্রিজের উপর বসে ছিল। ট্রেন আসতে দেখে ছেলেটি রেল লাইনের উপর থেকে নামতে গিয়ে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়’।

শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে’।

১১৪ বার ভিউ হয়েছে
0Shares