শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান,মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে –ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান,মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে –ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও মাদকের ঠঁিই নাই। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে সুস্থ মানব সম্পদ গড়ে তুলতে হবে। সুস্থ থাকার অন্যতম উপায় ধুমপানমুক্ত মাদকমুক্ত থাকা। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে। মাদকাশক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমাদের আগামী প্রজন্মকে মাদকাশক্তির অন্ধকারাচ্ছন্ন জীবন ও মাদকাশক্তির ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। সারাবিশে^ যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের অর্থ সংগ্রহের অন্যতম উপায় মাদক ব্যবসা। জাতি ধবংশকারী মাদককে নিবৃত্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে মদ,জুয়াকে নিষিদ্ধ করে ছিলেন। ’৭৫ সালে তাঁকে নির্মমভাবে হত্যা করার পর জেনারেল জিয়াউর রহমান মদের লাইসেন্স দিতে শুরু করেন। আজ মাদকের ভয়াবহতার জন্য বিএনপি দায়ী। দেশকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলদেশ গড়ে তুলতে হবে। সোমবার (২০মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) আয়োজিত মাদকের ভয়াবহতা,সন্ত্রাসও জঙ্গিবাদ রোধে শিক্ষর্থীদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সামনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী না করার বিকল্প নাই। অন্যথায় দেশে আবার বিশৃঙ্খলা হবে। দেশ জঙ্গিবাদের অভয়ারন্যে পরিনত হবে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ক্যাম্পেইনে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউজিডিপি প্রতিনিধি আঃ ওয়ারেছ। আরও বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, অধ্যক্ষ ড. মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, শিক্ষার্থী মুনিয়া আফরোজ মীম প্রমুখ। এসময় উপস্থিত শিক্ষার্থীরা প্রধান অতিথির সাথে হাত তুলে মাদককে না বলে শপথ নেন।

বিকেলে উপজেলার ভূলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে ডেপুটি স্পিকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন। আরও বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক,সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, আ’লীগ নেতা রবিউল করিম হিরু,ভূলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মাসুদ, আরশেদ আলী ভান্ডারি, গোলাম মোস্তফা #

৪৫ বার ভিউ হয়েছে
0Shares