শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদীতে পুকুরে লামিয়া নামের এক শিশুর মন মানতিক মৃত্যু 

ঈশ্বরদীতে পুকুরে লামিয়া নামের এক শিশুর মন মানতিক মৃত্যু 

পাবনা ঈশ্বরদী প্রতিনিধি  মো:রাকিব বিশ্বাস :: পাবনা ঈশ্বরদীতে আজ দুপুর ৮জুলাই ২৩ ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামেপুকুরের পানিতে ডুবে লামিয়া নামে( ৬)বছরের এক শিশুমৃত্যুবরণ করেছেন সে ওই এলাকার আবু বক্করের মেয়ে। জানা গেছে আজ দুপুর আনুমানিক ১২:৩০মিনিটের দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু লামিয়া শিশু লামিয়ার পরিবার নাপেয়ে দীর্ঘ সময় পর লামিয়ার খোঁজাখুঁজি এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে শিশু লামিয়ারপরিবার নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু  বরণ করেন শিশু লামিয়ার মৃত্যুতে পরিবার আত্মীয়  সজলসহ এলাকায় সুখের ছায়া নেমে এসেছে ।
১৬৪ বার ভিউ হয়েছে
0Shares