শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দীর্ঘ একযুগ পর আজ অনুুষ্ঠিত হচ্ছে সেনবাগের কাবিলপুর ইউপি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

দীর্ঘ একযুগ পর আজ অনুুষ্ঠিত হচ্ছে সেনবাগের কাবিলপুর ইউপি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ একযুগ পর আজ রোববার ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ভিআইপি ইউনিয়ন ক্ষত কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের পদচানায় মুখরিত পুরো ইউপির ৯টি ওয়ার্ড। ইতিমধ্যে প্রার্থীরা ৯ ওয়ার্ডের কাঊন্সিলরদের সমর্থন ও দোয়া কামনা করে ব্যানার,ফেষ্টুনে চেয়ে গেছে পুরো ইউপির আনাছে কানাছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষে প্রচারনা চলছে জোরেশোরে। দীর্ঘ একযুগ পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে দারুন উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। কাউন্সিলদের দাবী যেন প্রত্যক্ষ ভোটে তাদের আগামী দিনের নেতা নির্বাচন করা হয়।

কাবিলপুর আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে ঃ সভাপতি পদে বর্তমান আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলু,আমিরুল ইসলাম মোহন, কাজী হুমায়ুন কবির,জাহাঙ্গীর আলম শুভ, আবদুর রহিম মোল্লা, ডাক্তার আবুল কালাম। সেক্রেটারী পদে বর্তমান সেক্রেটারী মাইন উদ্দিন ভূঁইয়া লিটন, সাইফুল ইসলাম সোহাগ জহিরুল ইসলাম,মেজবাউল আলম নিশানের নাম উল্লেখ্য যোগ্য ভাবে আলোচিত হচ্ছে।

কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনটি সেনবাগ রাস্তার মাথাস্থ ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলুর সভাপতিত্বে ও সেক্রেটারী মাইন উদ্দিন ভূঁইয়া লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি সানজি গ্রæপের চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির প্রমুখ।

৪০ বার ভিউ হয়েছে
0Shares