বৃহস্পতিবার- ২০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দৈনিক জাতীয় নিশানের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৈনিক জাতীয় নিশানের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : বৃহত্তর নোয়াখালীর প্রথম আঞ্চলিক দৈনিক জাতীয় নিশান পত্রিকার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সন্ধায় চৌমুহনী হক শপিং মলের ৬ষ্ঠ তলায় হ্যাং আউট রেস্টুরেন্টে পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর জাহেদী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মদ উল্যা সবুজ, উপজেলা নির্বাচন অফিসার তানভীর রাহাত, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক নোয়াখালীর সময় সম্পাদক নাসির উদ্দিন বাদল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জুসহ অনেকে।

বক্তগণ বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে নোয়াখালীর আঞ্চলিক পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরবর্তীতে দৈনিক হিসাবে জাতীয় নিশান পত্রিকা নোয়াখালী তথা জাতীয় পর্যায়ে গণমানুষের কল্যাণে বলিষ্ট ভ‚মিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিক মান-মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। বক্তারা আগামীতে যে কোন প্রয়োজনে জাতীয় নিশানের পাশ থাকার অঙ্কিকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিলা কেক কাটে পত্রিকাটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

৩০২ বার ভিউ হয়েছে
0Shares