শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির পাঁচতুপা গ্রামের ধান খেতের ইদুরের জন্য পাতা বৈদুৎতিক তারে জড়িয়ে মোঃ ফখরুল ইসলাম প্রকাশ ফাহিম (১১) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফাহিম ছাতারপাইয়া ইউপির ৫নং ওয়ার্ডের পাঁচতুপা গ্রামের বাকের মিয়ার বাড়ির বাকের হোসেনের ছেলে। সোমবার সন্ধ্যায় বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হলেও মঙ্গলবার সকালে ধান খেতের আইল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায় চিলাদী হাফেজীয়া মাদরাসার ছাত্র ফাহিম প্রতিদিনের মতো মাদরাসা ছুটির পর সন্ধ্যায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল খায়েরের ধান খেতে ইদুর মারার জন্য দেওয়া বৈদুৎতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সে মাদরাসায় না যাওয়ার কারনে মাদরাসা থেকে বাড়িতে খবর দেওয়া হয়। এরপর পরিরারের লোকজন আত্বীয় স্বজনের বাড়িতে খোজঁখুজি করে না পেয়ে এক পর্যায়ে ধান খেতের আইল থেকে তার মৃত দেহ উদ্ধার করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌছে সুরহাল রিপোট শেষে লাশ পারবারের নিকট হস্তান্ত করে।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন,থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares