শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করণের দাবীতে নেত্রকোনায় বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করণের দাবীতে নেত্রকোনায় বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করণের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নেত্রকোনা জেলা শাখা স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন কর্মসূচী চলাকালে এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নেত্রকোনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফকির, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়র রহমান আকন্দ, নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সাফায়েত আহমেদ, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

অপরদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ লুৎফুর হায়দার ফকির ও সাধারণ সম্পাদক মোঃ আজহারুল হকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ একই দাবীতে সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

৬৩ বার ভিউ হয়েছে
0Shares