বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণায় ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা : নেত্রকোণার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নিজ আলমপুরে অভিযান চালিয়ে ৯৬৫ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান বুধবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের এস আই মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ৬ সেপ্টেম্বর ভোর রাতে বৈরাটি ইউনিয়নের নিজআলমপুর গ্রামে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের নিজ আলমপুর গ্রামের মোঃ কিতাব আলীর পুত্র মোঃ সোহেল (৩০)।

আটককৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বুধবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

১২৪ বার ভিউ হয়েছে
0Shares