শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় জয় বাংলা কনসার্ট 

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় জয় বাংলা কনসার্ট 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নেত্রকোণা জেলা আওয়ামীলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এর মধ্যে ছিলো আলোচনা সভা, কেট কাটা ও জয় বাংলা কনসার্ট।
(২৪ জুন) সোমবার সন্ধ্যায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামীলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি  বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন সংগ্রামের গৌরবোজ্জ্বল বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, আশরাফ আলী খান খসরু এমপি, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, গণমাধ্যম ব্যক্তিত্ব জ.ই. মামুন, চলচিত্র শিল্পী মেহের আফরোজ শাওন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন, নুর খান মিঠু, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, মারুফ হাসান খান অভ্র, মজিবুল আলম ফারাস হীরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, এস এম রেজাউল হাফিজ রেশিম, জামিউল ইসলাম খান জামিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা ৭৫ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে একে অপরকে মিষ্টিমুখ করান।
পরে মাঝরাত পর্যন্ত জয় বাংলা কনসার্টে দেশের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS