বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে ইউএনও’র সাথে মতবিনিময়

পটুয়াখালীতে ইউএনও’র সাথে মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা এর সাথে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিঞ্জ আইনজীবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগন, ব্যবসায়ী, সাংবাদিক, ইমাম, পেশাজীবি ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুর নাহার খান ডলি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, থানা ওসি মেহেদী হাসানসহ সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, বিঞ্জ আইনজীবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগন, ব্যবসায়ী, সাংবাদিক, ইমাম, পেশাজীবি ও সুধিজন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা যেমন- বাল্য বিয়ে প্রতিরোধ , মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন। এছাড়াও সকলের সার্বিক সহযোগিতায় উত্তরোত্তর উন্নতি ঘটবে বলে মনে করেন তিনি।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS