বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সিটি হেল্থ কার্ডের উদ্বোধন ও সম্মাননা প্রদান

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সিটি হেল্থ কার্ডের উদ্বোধন ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোটার।। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সম্মাননা ও সিটি হেল্থ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনসংযোগ, কর্পোরেট হেল্থ সার্ভিস ও মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মিরাজুল মহসিন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ানস্টিক বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ শহীদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রংপুর কমিউনিটি রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম উদ্দিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, তৌহিদুল ইসলামসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠান শেষে সম্মাননা প্রদান ও সিটি হেল্থ কার্ড প্রদান করা হয়।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS