শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ করছে ইউপি সদস্য লুৎফর রহমান  

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ করছে ইউপি সদস্য লুৎফর রহমান  

সারোয়ার হোসেন,তানোর: উপজেলার কামারগাঁ ইউনিয়নের দুই বারের জনপ্রিয় ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান দিনরাত চেয়ারম্যানের দিকনির্দেশনায় ওয়ার্ডের জনসাধারণ কে সঙ্গে নিয়ে তাদের পরিকল্পনায় ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কামারগাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখা গেছে, যেসব কাঁচা রাস্তা ছিলো সেগুলো পাকা রাস্তায় পরিনত হয়েছে। রাস্তার পাশে থাকা পুকুর ঘাট প্রটেকশান ওয়াল,প্রতিটি মোড়ে মোড়ে স্ট্রীট লাইট সোলার লাগিয়ে করে দেয়া হয়েছে আলোকিত।ওয়ার্ডের পাড়ায় পাড়ায় পানি নিষ্কাসনের জন্য ডেন কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রাখা হয়েছে। খাবার পানির জন্য গ্রামের পাড়ায় পাড়ায় মটার পাম্প স্থাপন করে ট্যাপের লাইন করে দেয়া হয়েছে।
৯নং ওয়ার্ডের আব্দুল মজিদ জানান, লুৎফর রহমান মেম্বার হওয়ার পরে প্রায় ৫লক্ষ টাকা বরাদ্দ নিয়ে তৈবুরের বাড়ি হতে কাসেমের বাড়ি পর্যন্ত ৩শ মিটার হেয়ারিংবন্ড রাস্তা করা হয়েছে। এছাড়া আমিনের বাড়ি হতে মজিদ মাষ্টারের বাড়ি পর্যন্ত ৩শ মিটার রাস্তা করা হয়েছে। জসিমের বাড়ি থেকে আজিজের বাড়ি ৪৫০ মিটার পাকা রাস্তা করে দিয়েছেন মেম্বার লুৎফর রহমান। সেই সাথে মেম্বার লুৎফর রহমানের ওয়ার্ডে দুস্থ মাতা কার্ড করে দিয়েছেন ৪৬জনকে। পাশাপাশি বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন ৩শ টি মতো।
৯নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম,খলিলুর রহমান,জসিম,শ্রী রশীদ,শ্রী অসিম ও লক্ষন কুমার বলেন, এই ওয়ার্ডে মেম্বার লুৎফর রহমান তার অল্প সময়ের মধ্যে যে পরিমাণে উন্নয়ন কাজ করেছে, তা অতীতে কোন মেম্বার করতে পারেনি। শুধু তাই না। মেম্বার লুৎফর রহমান তার ওয়ার্ডের কোন মানুষ বিপদে পড়ুক রাত হোক আর দিন হোক তার কাজ ফেলে ছিটে যান মেম্বার লুৎফর রহমান। তার মতো ওয়ার্ড মেম্বার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া দরকার।
মেম্বার লুৎফর রহমান বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আর তাদের আপদ বিপদে আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকতে চাই। আমি ওয়ার্ড বাসীর শাসক নয় সেবক হয়ে ওয়ার্ড বাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ জানান, মেম্বার লুৎফর রহমান একজন সফল ওয়ার্ড মেম্বার, সে সবসময়ই তার ওয়ার্ডের মানুষের উন্নয়নের কথা ভেবে কাজ করে যাচ্ছেন। তার মতো ওয়ার্ড মেম্বার প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া উচিৎ বলে মনে করেন চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS