বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ভূমিহীনদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

সাঁথিয়ায় ভূমিহীনদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘একইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা’বাস্তবায়নের লক্ষে পাবনার সাঁথিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও ঘর পাওয়া ভূমিহীনদের মাঝে বিনামুল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২মার্চ) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুদ দাইয়েন এর সঞ্চালনায় বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ময়িা রানা,সহসভাপতি প্রভাষক জালাল উদ্দিন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান পান্নু। উল্লেখ্য,১৮০ জন ভূমিহীনকে মিস্টি কুমড়া, চাল কুমড়া,শসা, বরবটি, পুঁই শাক ও ঢেঁড়সের বীজ বিতরণ করা হয়।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS