শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সুজানগর (পাবনা)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনান্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে আনান্দ শোভাযাত্রা টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো, সদস্য মাহমুদুজ্জামান মানিক, এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।এ সময় যুবলীগ নেতা হারেজ মল্লিক, রহুল আমিন, বকুল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ শাওন,রবিন হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS