শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

সেনবাগে ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিকে এক অভিযান চালিয়ে ৫নং অজুনতলা ইউপির দক্ষিন গোরকাটা গ্রাম থেকে ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এঘটনায় পুলিশ কাইকে আটক বা গ্রেফতার করতে পারেনী। মঙ্গলবার রাতে উপজেলার ৫নং অজুনতলা ইউপির দক্ষিন গোরকাটা গ্রামের জাহাঙ্গীর অব্যবহৃত মুরগীর খামারের পিছনে একটি প্লাষ্টিকের বাক্সের ভিতরে পলিথিন মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় ওই গুলি গুলো উদ্ধার করে থানার এসআই বিকাশ সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। কার্তুজ, যার গায়ে ইংরেজিতে RIO AMMO 12GA, CVC 12, NOBEL 12 SPORT  লেখা আছে

সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান। এঘটন্য়া সেনবাগ থানার সাধারন ডায়েরী করা হয়েছে । ডায়েরী নং ১২৩২ তাং ২৮/২/২০২৩ তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares