শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর শ্মশান ঘাট সংলগ্ন রাস্তায় মাকসুদুর রহমান তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে মেয়র ও তার লোকজনের বিরুদ্ধে মরহুমের পরিবার ও এলাকার লোকজন মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার পটুয়াখালী শ্মশান ঘাট সংলগ্ন সড়কে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ অর্ধ শতাধীক মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় বক্তব্য রাখেন নিহত মাকসুদুর রহমান তালুকদার এর ছোট বোন মোসা. ঝুমা, বড় মেয়ে মিশু ও ছোট মেয়ে লিশাতসহ আরো অনেকে।

বক্তব্যে বলেন, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ ও তার লোক জন মিলে পরিকল্পিত ভাবে এ হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। তারা আরো বলেন, আমরা থানায় অনেক বার হত্যা মামলা করতে গিয়েছি কিন্তু ওসি আমাদের কোন কথায় কর্নপাত করেন নাই এবং অভিযোগ গ্রহণ করে নাই। তারে দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ পরিকল্পিত হত্যার বিচারের।

৭৮ বার ভিউ হয়েছে
0Shares