বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিংড়ায় যুবলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিখন

সিংড়ায় যুবলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিখন

ইসাহাক আলী, নাটোর, ২৫ ফেব্রæয়ারী-নাটোরের সিংড়ায় উপজেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান লিখন।শনিবার বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন তারা। এর আগে প্রথম অধিবেশনের শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা যুবলীগের সভাপতি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান, সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS