মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলের ধর্মপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদে বিতরণ কাজ সাময়িক বন্ধের পর পূণরায় চালু

বিরলের ধর্মপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদে বিতরণ কাজ সাময়িক বন্ধের পর পূণরায় চালু

১৫ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ; বিরলের ধর্মপুর ইউনিয়নে সোমবার সকালে টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদে বিতরণ কাজ সাময়িক বন্ধ করায় ভোগান্তির শিকার হয় সুফলভোগী জনগণ। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর হস্তক্ষেপে দুপুরে পূণরায় বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
টিসিবি ডিলার তানজিমুল ইসলাম এর নিয়োজিত ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, ইউনিয়নে মোট ১৯৫৪ জন টিসিবি কার্ডধারী সুফলভোগী রয়েছেন। এদের প্রত্যেককে মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি, তেল ২ লিটার বিতরণের উদ্দেশ্যে রোববার মালামাল সংগ্রহ করে কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলোচনাক্রমে সোমবার দিনব্যাপী পণ্য বিতরণের উদ্যোগ নেয়া হয়। পণ্য বিতরণের প্রাক্কালে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ওরফে মানা অনিয়মের অভিযোগ তুলে বিতরণ কাজ বন্ধ রাখার কথা জানালে নিরাপত্তার অভাবে প্রস্তুতি নেয়ার পরও বিতরণ বন্ধ রাখা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, কারো ব্যক্তিগত বাঁধায় যেন পণ্য বিতরণ বন্ধ না রাখা হয় আমি ডিলারকে জানিয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সুষ্ঠুভাবে পণ্য বিতরণ কাজে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জনসাধারণের কোন ভোগান্তি আমরা চাই না। আমরা নির্বিঘেœ টিসিবির পণ্য কার্ডধারীদের হাতে পৌছাতে সকলধরণের পদক্ষেপ গ্রহণ করবো।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, বিএনপি’র নাম ব্যবহার করে কেউ পেশীশক্তির বলে কোন অনৈতিক কাজ করতে চাইলে দলের পক্ষ হতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের বিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। তবে জনভোগান্তি হয় এমন কাজ আমাদের দলের কেউ করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমি টিসিবির পণ্য বিতরণে আমাদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।
আব্দুল মান্নান ওরফে মানা জানান, টিসিবির কার্ডধারী একই পরিবারের অনেক এর নাম অন্তর্ভূক্ত থাকায় এবং দলীয়করণের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যোগ্য ব্যক্তিদের বাদ রেখে বিত্তশালীদের নাম অর্থের বিনিময়ে অন্তর্ভূক্ত করায় বঞ্চিত মানুষের ক্ষোভ থেকে ডিলারকে বিষয়টি অবগত করেছি মাত্র। ক্ষিপ্ত জনগণ কোন বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে সেজন্য ডিলার পণ্য বিতরণ হতে বিরত থাকে।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা জানান, কোন ঝামেলার বিষয়ে আমি জানি না, তবে সুষ্ঠুভাবে পণ্য বিতরণ চলছে।

Share This

COMMENTS