শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারেক রহমান ও তার স্ত্রী’র কারাদন্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারেক রহমান ও তার স্ত্রী’র কারাদন্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসাহাক আলী, নাটোর, ০২ আগস্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু’টি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

আজ বুধবার বিকেলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহর বিএনপির আহবায়ক বাবুল চৌধুরি, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন এই অবৈধ ভোট চোর সরকার তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশি রায় দিয়ে তাকে দমানোর চেষ্টা করছে। কিন্তু তারেক রহমানকে কোন মামলা সাজা দিয়ে দমিয়ে রাখতে পারবে না। তিনি জনগনের নেতা হিসাবে বীরের বেশে দেশে ফিরবে।

১৫৮ বার ভিউ হয়েছে
0Shares