শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া উপজেলায় শেখ কামাল ২য় আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

তেঁতুলিয়া উপজেলায় শেখ কামাল ২য় আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি : দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে  তেঁতুলিয়া উপজেলায় শুরু হয়েছে শেখ কামাল ২য় আন্ত:স্কুল মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বুধবার  সকালে তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নে একযোগে  ইউনিয়ন পর্যায়ের খেলাটির উদ্বোধন করেন তেঁতুলিয়া  উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা । বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
তেঁতুলিয়া  উপজেলা নির্বাহী অফিসার  সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ইউসুফ আলী উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং তেঁতুলিয়া  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী  প্রমুখ। এছাড়াও ওই সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়। আগামী ২৩ জানুয়ারি রোজ সোমবার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়  মাঠে  উপজেলা পর্যায়ে চুড়ান্ত  প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। উল্লেখ্য সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS