শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা আর্থিক সহযোগিতা ও স্মরণসভা

করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা আর্থিক সহযোগিতা ও স্মরণসভা

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্তরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ৫৮টি নিহত পরিবারের মাঝে নগদ অর্ধ তুলে দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি শ্রী জে.এল. ভৌমিক।
নৌকা ডুবির ঘটনায় নিহত ৫৮ টি পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় ৫ হাজার টাকা করে দেয়া হয়।
এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.চন্দ্রনাথ পোদ্দার,মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম,বাংলাদেশ পুজা উদযাপন কমিটি পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন,সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়সহ নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার (২৫সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বড়শশী ইউনিয়নের ত্রি¯্রােতা শ্রীশ্রী বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। এঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন।

৯২ বার ভিউ হয়েছে
0Shares