শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ওয়ালটনের আর্থিক সুবিধা মধুখালীতে পেলো মৃতের পরিবার

ওয়ালটনের আর্থিক সুবিধা মধুখালীতে পেলো মৃতের পরিবার

শাহজাহানহেলাল,ফরিদপুর)জেলা প্রতিনিধি১০ জানুয়ারী মঙ্গলবার ঃ ফরিদপুরের মধুখালীতে ৫ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন শো-রুম থেকে ১৪ হাজার ২০০ টাকা মূল্যের মোবাইল কিনেছিলেন রেজাউল মোল্যা। কিন্তু কোন কিস্তি প্রদানের আগেই মৃত্যু ঘটে তার। এ অবস্থায় কিস্তির টাকা আদায়ের পরিবর্তে রেজাউল মোল্যার পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রæপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো আর্থিক সুবিধা। রেজাউল মোল্যার বাড়িউপজেলার চরবামুন্দী গ্রামে।সম্প্রতি উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী এলাকায় চরবামুন্দী জামে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার ছেলে স্বাধীন মোল্যার হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেন ওয়ালটনের কর্মকর্তাগন।এ সময় উপস্থিত ছিলেন- মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছাব্বির উদ্দীন শেখ, ওয়ালটন ফরিদপুর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুস সেলিম, ক্রেডিট ম্যানেজার মো: আমিনুর ইসলাম, মধুখালী বাজার ওয়ালটন প্লাজার ম্যানেজার বাবুল হোসেন, ইউপি মেম্বর মো: সাগর প্রমূখ। আর্থিক সুবিধা পেয়ে ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারটি।ওয়ালটন প্লাজার ম্যানেজার বাবুল হোসেন বলেন, ‘ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় মৃত ক্রেতার পরিবারকে নগদ টাকা হস্তান্তর করা হয়েছে। ওয়ালটন মনে করে, দেশের মানুষের কাছে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি আজ এত বড় হয়েছে। তাই দেশের মানুষের প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে এই ‘কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’। কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে পণ্যের মূল্যভিত্তিক ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করছে ওয়ালটন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS