সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্টিত

সেনবাগে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্টিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসন ব্যবস্থাপনায় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কমকর্তা রেশমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) প্রিন্সিপাল সুজিত কুমার বণিক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বিসিএসআইআর) ড. চপল কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। এসময় সেনবাগ পৌরসভা প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS